বিএনপির মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জ-১ এ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ- ২ এ সিনহা, মুন্সীগঞ্জ- ৩ অঘোষিত
জনজীবন:://
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে
সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনে শেখ মোঃ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ- ২ আসনে মিজানুর রহমান সিনহা।
আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন।
একই সঙ্গে সারাদেশের ২৩৭টি সংসদীয় আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত তালিকায় মুন্সীগঞ্জ-১ আসনে শেখ মোঃ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ- ২ আসনে মিজানুর রহমান সিনহা, মুন্সীগঞ্জ- ৩ আসনের নাম পরে ঘোষনা করা হবে রয়েছে।
মুন্সীগঞ্জ-১ আসনটি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ও সিরাজদিখান উপজেলা নিয়ে গঠিত, মুন্সীগঞ্জ-২ আসনটি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা ও টংগিবাড়ী উপজেলা নিয়ে গঠিত এবং মুন্সীগঞ্জ-৩ আসনটি মুন্সীগঞ্জ সদর উপজেলা ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত।