কেএম সাইফুল্লাহ ভূইয়া :://
আজ রবিবার মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ জাকারীয়া মোল্লা, মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির ১নং সদস্য সকলের ওস্তাদ সাবেক সভাপতি এডভোকেট আরশেদ উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোঃ মুজিবুর রহমান, সাবেক সভাপতি মোঃ নাসিরুজ্জামান খান, পিপি মোহাম্মদ হালিম হোসেন, জিপি অ্যাডভোকেট মোহাম্মদ তোতা মিয়া, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভিপি এডভোকেট মজিবুর রহমান, এপিপি মোহাম্মদ নূর হোসেন,এপিপি মোহাম্মদ শাহ আলম, এপিপি অ্যাডভোকেট মমিনুল হক চৌধুরী, অ্যাডভোকেট আরাফ হোসেন, অ্যাডভোকেট আরিফ আহমেদ, অন্যান্য এপিপি গণও উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার সাঈদ হাসান রসি, অ্যাডভোকেট হান্নান জুয়েল, অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট হাসনাহেনা, অ্যাডভোকেট কেএম সাইফুল্লাহ ভুইয়া, অ্যাডভোকেট নূর হোসেন, এপিপি রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট মাকসুদা বেগম প্রমূখ। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী ও প্রচুর দর্শক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপভোগে উপস্থিত ছিলেন। ধারাভাষ্যকার ছিলেন এডভোকেট সুমন সরদার ও বিজ্ঞ এপিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। ১৩ টি ইভেন্টের সমাপ্তির আজ শেষ দিন ক্রিকেট প্রতিযোগিতা মেঘনা ও যমুনা ২টি দল অংশগ্রহণ করে। চমকপ্রদ এই খেলায় যমুনা দলে খেলোয়াড়রা হলেন অ্যাডভোকেট নাহিদ হাসান শান্ত, অ্যাডভোকেট হাসান সাঈদ রুসি, অ্যাডভোকেট আক্তার হোসেন।