ভিটি শিলমন্দি আলোক সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ জিয়াউর রহমান :://
অদ্য ৩১ শে অক্টোবর ২০২৫, শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা পরিষদ কার্যালয় সংলগ্ন ‘আজাদ ম্যানশন’ ভবন এর তৃতীয় তলায় ‘ভিটি শিলমন্দি আলোক সংঘ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ভিটি শিলমন্দি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ভিটি শিলমন্দি গ্রামের সার্বিক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়। অত্র সংঘের পক্ষ থেকে গ্রামের দুস্থ ও অস্বচ্ছলদের সহায়তা, গ্রামের অভ্যন্তরে একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা, গ্রাম সংলগ্ন খালটির বর্জ্য পরিস্কার করে দূষণমুক্ত করা, রাস্তা-ঘাটের উন্নয়নসহ মুন্সীগঞ্জ শহরের সকল উন্নয়ন এর সাথে একমত পোষণ করা হয়। ভবিষ্যতে এই সংঘটনকে আরো শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে ভিটি শিলমন্দি গ্রামের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গের নামঃ এডভোকেট হাবিবুর রহমান বাবুল, মনসুর আহমেদ, হাজী আবুল কালাম আজাদ, মোঃ নাজমুল হোসেন, মোঃ ইসমাইল হোসেন, মুহাম্মদ রেজাউল ইসলাম, মুহাম্মদ এমদাদ হোসেন, মোঃ আব্দুল আল মামুন (সবুজ), মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আব্দুস সাত্তার (নিক্সন), ফিরোজ মাহমুদ, মোঃ মাহমুদুল হাসান (সোহান) ও মোঃ আল আমিন (হামিম)। এছাড়াও লন্ডন থেকে ভার্চুয়ালী যুক্ত হন মজিবুর রহমান।