জনজীবন ডেস্ক :://
মুন্সীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ০৭ টি ককটেল এবং ০২টি সুইচ গিয়ারসহ দুইজন ও নিয়মিত হত্যা মামলার একজন আসামীসহ মোট ০৩ জন আসামিকে গ্রেফতার।
আজ শুক্রবার ৩১-১০-২০২৫ তারিখ ভোর অনুমান ৫:৩০ ঘটিকার সময় এ ০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।
*ঘটনাস্থল:* মুন্সীগঞ্জ থানাধীন মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকাহাটি সাকিনস্থ মিল্টন মল্লিকের দোতলা বিল্ডিং এর নিচতলা এবং মধ্য মাকোহাটি বাবু মাঝির বাড়ি।
*ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:* অদ্য ৩১-১০-২০২৫ খ্রিষ্টাব্দ ভোর ৫:৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ থানাধীন মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি সাকিনস্থ মিল্টন মল্লিকের দোতলা বিল্ডিং-এর নিচতলা হতে ক। ০৭ টি তাজা ককটেল এবং খ। ২ টি সুইচ গিয়ার চাকুসহ আসামী ১। নাসির সর্দার (৪৫), ২। আল-আমিন (২২) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মধ্য মাকাহাটি বাবু মাঝির বাড়ি হতে ছানা মাঝি হত্যা মামলার ৯ নং আসামী কাওসার(২৪) গ্রেফতার করা হয়। আসামিরা বর্তমানে থানা হাজতে গ্রেফতার রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
*উদ্ধার:* ক। ৭ টি তাজা ককটেল এবং খ। ২ টি সুইচ গিয়ার চাকু।
*আসামীদের নাম-ঠিকানা:* ক। মো: নাসির সর্দার (৪২)
পিতা-নুরু মিয়া সর্দার,
খ। আল-আমিন বেপারী (২২) পিতা-দ্বীন ইসলাম বেপারী উভয় সাং-পূর্ব মাকহাটি, ৩। কাওসার (২৪) পিতা-সানাউল্লাহ, সাং মধ্য মাকহাটি, সর্ব থানা ও জেলা-মুন্সীগঞ্জ।