মুন্সীগঞ্জ জেলা জামায়াতের পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত।
মুন্সীগঞ্জ সংবাদদাতা :
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা নির্বাচন বিভাগ আয়োজিত আসান্ন২০২৬ সালের জাতীয় নির্বচনে সামনে রেখে পোলিং এজেন্ট প্রশিক্ষকদের নিয়ে এই প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজন করে। ৩১শে অক্টোবর শুক্রবার সকাল ৯টায় মুন্সীগঞ্জ পৌর মার্কেট জামায়াতের জেলা অফিসে মুন্সীগঞ্জ নির্বাচন বিভাগের পরিচালক জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমির মাওলানা আ জ ম রুহুল কুদ্দুস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও মুন্সীগঞ্জ ১ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রর্থী মাওলানা এ কে এম ফখরুদ্দীন রাজী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ হেমায়েত উদ্দিন, মজলিসে শুরার সদস্য মো: ওয়াসিম মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ ৩ আসনের নির্বাচন পরিচালক মো আরশাদ আলী ঢালী