মুন্সীগঞ্জ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
মুন্সীগঞ্জ সংবাদদাতা :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন সহ ৫ দফা দাবিতে ২৭শে নভেম্বর সোমবার বিকাল ৫টায় কৃষি ব্যাংক সংলগ্ন জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমী হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমির মাওলানা আ জ ম রুহুল কুদ্দুসের নেতৃত্বে মিছিলে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা সেক্রেটারি ও মুন্সীগঞ্জ ১ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রর্থী মাওলানা এ কে এম ফখরুদ্দীন রাজী, জেলা কর্মপরিষদ সদস্য, খিদির আব্দুস ছালাম, মো: শাহজাহান সরকার, মাষ্টার সুরুজ, মিয়া, মো: আক্তার হোসেন, মো: আরশাদ আলী ঢালী, মাওলানা এ কে এম ইউসুফ, এইচ এম বায়েজীদ, মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দিন, উপজেলা আমিরগন সহ জেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। মিছিল পূর্ব সমবেশে জেলা আ জ ম রুহুল কুদ্দুস বলেন। আগামী নির্বাচন হতে হবে পি আর পদ্ধতিতে। সুষ্ঠু নির্বাচনের জন্য পি আর পদ্ধতি ছাড়া কোন বিকল্প নেই, আমরা শেষ পর্যন্ত পি আর পদ্ধতিতে নির্বাচনের জন্য চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ, এবং নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে।তিনি আরো বলেন মুন্সীগঞ্জের জনগণের ঢাকা যাতায়াত সহজ করার জন্য নারায়ণগঞ্জ থেকে মেট্রো রেল মুন্সীগঞ্জ পর্যন্ত নিয়ে আসতে হবে। তিনি বলেন মেট্রো রেল মুক্তারপুর পর্যন্ত পৌঁছানোর জন্য প্রয়োজনে জামায়াতে ইসলামী যে কোন কর্মসূচি দিতে পারে।