মুন্সীগঞ্জ প্রতিনিধি :://
মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় উত্তম বণিক স্টোরে জর্দার রঙের নামে নন ফুড গ্রেড রং বিক্রি করায় এবং পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক উত্তম বণিক কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও একই বাজার এলাকায় হাজি বিরিয়ানি হাউসে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি, রোস্ট প্রভৃতি খাদ্য দ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ হাওলাদার কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।