মুন্সীগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
কেএম সাইফুল্লাহ ভূইয়া:://
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি- কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই শ্লোগানে মুন্সীগঞ্জে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসন, বিআরটিএ ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অনুষ্ঠিত উক্ত শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জজকোর্টের পিপি এ্যাড. আব্দুল হালিম, বিআরটিএর অতিরিক্ত পরিচালক মামুনুর রশিদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার কার্যকরী সদস্য মীর বাছির উদ্দিন জুয়েল, নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসন, বিআরটিএ, পুলিশ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ অংশগ্রহণ করেন।
বুধবার সকাল ৮.৩০টায় জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, সিনিয়র সহ সভাপতি এ্যাড. জানে আলম প্রিন্স, সহ সভাপতি মোঃ মাহবুব আলম লিটন, মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন লিটন, আতিকুর রহমান নান্নু, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাহান, সাংগঠনিক সম্পাদক রাজ মল্লিক, দপ্তর সম্পাদক, মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুব সম্পাদক মোঃ লিটন শেখ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মোল্লা, গোলাম আশরাফ খান উজ্জ্বল, কে এম সাইফুল্লাহ ভূইয়া, জাহাঙ্গীর আলম ঢালী, শিশির রহমান, মোঃ হেলাল উদ্দিন, আব্দুল কাইয়ুম রতন, মোঃ মাওলাদ হোসেন মোল্লা, মোঃ কামাল হোসেন, মোঃ নাজমুল হাসান মুন্সী, মোঃ শরীফ জাহানসহ আইনজীবী, শিক্ষক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।