জনজীবন :://
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে পিআর পদ্ধতিকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ০৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সুপারমার্কেট সংলগ্ন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা পার্টি অফিসের সামনে আজ বুধবার, ১৫-১০-২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ১৭:০০ ঘটিকা হতে ১৭:৩৫ ঘটিকা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে পিআর পদ্ধতিকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ০৫ দফা দাবিতে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার আমির আ.জ.ম রুহুল কুদ্দুসের নেতৃত্বে জেলা পার্টি অফিসের সামনে একটি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-০১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার সেক্রেটারি একেএম
ফখরুদ্দিন রাজি, মুন্সীগঞ্জ-০৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী প্রফেসর মোঃ আবু ইউসুফ, মুন্সীগঞ্জ জেলা শাখার নায়েবে আমির নুরুল হক পাটোয়ারী, মুন্সীগঞ্জ সদর উপজেলা সেক্রেটারি, মঞ্জুর দেওয়ান, মুন্সীগঞ্জ পৌর আমির এইচএম বাইজিদ, মুন্সীগঞ্জ পৌর সেক্রেটারি মোঃ উজ্জল হোসেন শেখ, মুন্সীগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আল আমিন ইসলামসহ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আনুমান ৩৫০/৪০০ জন নেতাকর্মী।
বক্তারা বলেন- পিআর পদ্ধতির অন্তর্ভুক্তির জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সহ ০৫ দফা দাবি উত্থাপন করেন। দাবি গুলো হচ্ছে:
১। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
মোনাজাতের মাধ্যমে একই তারিখ বিকাল ১৭:৩৫ ঘটিকায় মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।