জনজীবন:://
আজ ১৫ অক্টোবর (মঙ্গলবার) “হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মুন্সীগঞ্জ এর আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কামরান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র হাত ধোয়ার মাধ্যমে ৫০% অসুখ প্রতিরোধ করা যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, নিয়মিত হাত ধোয়া ডায়রিয়াজনিত রোগ ৪০% পর্যন্ত এবং শ্বাসকষ্টজনিত রোগ ২০% পর্যন্ত কমাতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানে এই অভ্যাস গড়ে তুললে শিক্ষার্থীদের স্কুলে অনুপস্থিতি ৫৭% পর্যন্ত হ্রাস করা যায়।