মুন্সীগঞ্জ জামায়াতে ইসলামের জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান।
মুন্সীগঞ্জ সংবাদদাতা :
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সহ ৫ দফা দাবিতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়েছে রবিবার ১২ ই অক্টোবর দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমির আ জ ম রুহুল কুদ্দুস এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যলয়ে এই স্বারক লিপি প্রদান করা হয় অন্যান্যদের মধ্যে সময় উপস্থিত ছিলেন,। জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী,, জেলা জামায়াতের সেক্রেটারি ও মুন্সীগঞ্জ ১ আসনের মনোনিত প্রর্থী মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন রাজি, মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনিত প্রর্থী প্রফেসর মো আবু ইউসুফ মুন্সীগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ আব্দুল মালেক, জেলা কর্মপরিষদ সদস্য,
মো: আরশাদ আলী ঢালী, মাওলানা মোহাম্মদ মোখছেদুর রহমান,মো: হেমায়েত উদ্দিন, সহ সকল উপজেলা আমির ও জেলার ভিবিন্ন উপজেলার বিপুল সংখ্যক নেতা কর্মীসহ মুন্সীগঞ্জ শহিদ মিনার চত্বরে থেকে মিছিল করে জেলা প্রশাসকের কার্যলয়ে গিয়ে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের হাতে স্বারকলিপি প্রদান করেন।