মুন্সীগঞ্জে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন
জনজীবন ডেস্ক :://
আজ শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আদিলুর রহমান খান মুন্সীগঞ্জ জেলা সফর করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আদিলুর রহমান খান সড়কপথে তার সফর সঙ্গীদের নিয়ে ১০-১০-২০২৫ খ্রিষ্টাব্দ সকাল ১০:৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ সার্কিট হাউসে উপস্থিত হয়ে সালামি গ্রহণ করেন।
পরবর্তীতে তিনি ইদ্রাকপুর কেল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেন। সেখান থেকে মীরকাদিম পৌরসভাস্থ *বাবা আদম মসজিদ* পরিদর্শন শেষে ১২.২৫ ঘটিকায় উপদেষ্টা তার সফর সঙ্গীদের নিয়ে বজ্রযোগিনী ইউপিস্থ *অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্স* পরিদর্শন উদ্দেশ্য উপস্থিত হয়ে অত্র প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ভদন্ত করুণানন্দ থের এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় শেষে পুনরায় মুন্সীগঞ্জ সার্কিট হাউসে উপস্থিত হন। সার্কিট হাউস থেকে জেলা প্রশাসক কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে পুনরায় মুন্সীগঞ্জ সার্কিট হাউসে দুপুরের খাবার সম্পন্ন করে সফর সঙ্গীদের নিয়ে একই তারিখ ১৫:১৫ ঘটিকার সময় নিজ বাড়ি শ্রীনগরের উদ্দেশ্যে সড়ক পথে রওনা হন।
মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কামরান হোসেন ও অফিসার ইনচার্জ মুন্সীগঞ্জ সদর থানা, এম, সাইফুল ইসলাম পিপিএম সহ অন্যান্য সরকারি কর্মকর্তা।
মুন্সীগঞ্জ জেলা সফরকালে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পর্যায়ক্রমে সংরক্ষণ ও উন্নয়নের জন্য পরিদর্শন করেন এবং এগুলো সংরক্ষণের আশা ব্যক্ত করেন।