মুন্সীগঞ্জে রফিকুল হক দাদু ভাইয়ের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ জিয়াউর রহমান :://
চাঁদের হাট মুন্সীগঞ্জ শাখার উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবে বিশিষ্ট ছড়াকার, শিশু সাহিত্যিক, সাংবাদিক, নাট্যকার, চাঁদের হাটের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল হক দাদু ভাইয়ের ৪র্থ মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও মরহুমের আত্নার মাগফিরাত কামনা করা হয়েছে।
চাঁদের হাট মুন্সীগঞ্জ শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ মাহবুব আলম লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ প্রতিনিধি এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ নিশানের সম্পাদক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক মোঃ আবু সাঈদ সোহান, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, সদস্য কেএম সাইফুল্লাহ ভূইয়া, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া সম্পাদক মোঃ আরাফাতুজ্জামান বাবু, সাংবাদিক হুমায়ুন, জুয়েল রানা, মোঃ ফরহাদ হোসেন, জাহান শরীফ প্রমূখ।
স্মরণ সভা শেষে জাতীয় শিশু, কিশোর ও যুব সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতা সভাপতি প্রখ্যাত ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন কেএম সাইফুল্লাহ ভূইয়া।