জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমি, মুন্সীগঞ্জ এর আয়োজনে “জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫” উদযাপন
মোঃ আল আমিন হোসাইন :://
অদ্য ০৮ অক্টোবর (বুধবার) “আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমি, মুন্সীগঞ্জ এর আয়োজনে “জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫” উদযাপন করা হয়। আলোচ্য দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
দিবসের শুরুতে কালেক্টরেট প্রাঙ্গণে কন্যা শিশুদের সাথে নিয়ে রং বেরঙের বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে দিবসের উদ্বোধন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তাসহ দেওয়ান হাফিজুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
উক্ত সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে কন্যাশিশুদের অবহেলা না করে সমতা বিধানের নিশ্চয়তা করতে হবে, যার শুরু হবে পরিবার থেকে। সমাজের সব স্তরে কন্যাশিশুদের শিক্ষার পাশাপাশি ক্ষমতায়নের বিষয়টি নিশ্চিত করতে হবে।
কন্যাশিশুরা তাদের স্বপ্ন দিয়ে সাহসের সাথে দেশের জন্য কাজ করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়বে এই আশাবাদ করেন।