
মোঃ আমিনুল ইসলাম লিখন:://
মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জেলার ছয় উপজেলার প্রায় ৪০০ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন। উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।
বক্তব্যে মো. সাখাওয়াৎ হোসেন বলেন, “ঘুষ আর সুদ থেকে আমার ছাত্রছাত্রীদের মুক্ত থাকতে হবে। আমাদের চাকরির ভবিষ্যৎ ভালো নয়, তাই নিজেদের সমৃদ্ধ হতে হবে। আমাদের ভবিষ্যৎ লক্ষ্য ঠিক রাখতে হবে, দেশপ্রেম থাকতে হবে। আমাদের পরিবার, সমাজ, দেশ এবং বিশ্বের জন্য কাজ করতে হবে। আমরা এমন এক ছাত্রসমাজ চাই যারা বিশ্বের বুকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।”
কামরুজ্জামান রতন বলেন, “আমাদের মুন্সীগঞ্জে যারা মেধাবী, তারা যেন কোনোভাবে ঝরে না যায় সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। মেধাবীরা যদি সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা পায়, তাহলে তারা দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারবে।”
অনুষ্ঠানটির আয়োজন করেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক মো. হারুন উর রশিদ। সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ।
প্রধান আলোচক ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ফকির, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল প্রমুখ।