দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত আফগানদের ৮ রানে হারিয়ে এশিয়া কাপে টিকে থাকল বাংলাদেশ।
মঙ্গলবার আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করে ৫ উইকেটে ১৫৪ রান করেছিল বাংলাদেশ। পারভেজ ইমনের জায়গায় একাদশে ফিরে সাবলীল ব্যাটিং করতে না পারলেও তানজিদ তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে ৬৩ রান যোগ করেন সাইফ হাসান। ২৮ বলে ৩০ রানের ইনিংস খেলে তিনি। নতুন বলে শট খেলতে ব্যর্থ হওয়া এই ব্যাটার দুটি চার ও একটি ছক্কা মারেন। পরেই সাজঘরে ফেরা অধিনায়ক লিটন দাস ১১ বলে ৯ রান করেন।
অন্যদিকে আফগানরা সবকয়টি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৪৬ রান করে ৮ রানে পরাজয় বরণ করে।