মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের ভূমি বিষয়ে সচেতন ও শিক্ষিত করার লক্ষ্যে সেমিনার
জনজীবন ডেস্ক ::///
অদ্য ১১/০৯/২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে “ভূমিকথা কুইজ প্রতিযোগিতা ও সেমিনার উপলক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বই বিতরণ হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
মুন্সীগঞ্জের শিক্ষার্থীদের ভূমি বিষয়ে সচেতন ও শিক্ষিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।