মুন্সীগঞ্জে মেডিকেল কলেজ নির্মাণে পরিদর্শনে বিশেষ টিম
মুন্সীগঞ্জ প্রতিনিধি :://
মুন্সীগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অভ্যন্তরে মেডিকেল কলেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ৫ সদস্যের বিশেষ টিম পরিদর্শন করেছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ এবং ঢাকা থেকে আগত টিমের সদস্যরা হাসপাতাল এলাকা ঘুরে দেখেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। চলতি বছরের ৭ এপ্রিল অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি এখানে মেডিকেল কলেজ স্থাপন করা হবে এবং এক-দুই মাসের মধ্যে উদ্বোধন করার চেষ্টা চলছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এটিএম ওবাইদুল্লাহ জানিয়েছেন, মেডিকেল কলেজের ভবন নির্মাণের জন্য জেলা স্বাস্থ্য বিভাগ গণপূর্ত মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। গণপূর্তের একটি টিম শিগগিরই মুন্সীগঞ্জে আসবে এবং এরপর পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, হাসপাতাল প্রাঙ্গণের ভেতরেই মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে, পাশাপাশি পুরাতন কাচারি এলাকায় একটি বহুতল ভবন নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।