মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জনাব মোহাম্মদ নুর ইসলাম
############### :: কে এম সাইফুল্লাহ ভূইয়া,
বিশেষ প্রতিবেদক :: #################
৩০-৭-২০২৫ বুধবার বিকাল ০৪-১০ মিনিট মুন্সিগঞ্জ জর্জ কোর্ট ভবনের নিচ তলায় তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করেন মুন্সীগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুর ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা দ্বিতীয় আদালতের বিচারক মোঃ আলমগীর, যুগ্ম জেলা ও দায়রা প্রথম আদালতের বিচারক আবু সাঈদ, যুগ্ম জেলা ও দায়রা দ্বিতীয় আদালতের বিচারক মোঃ মাসুদুর রহমান, মুন্সিগঞ্জ সদর থানার সিনিয়র সহকারী জজ পাপি আনান, সিরাজদিখান থানার সিনিয়র সহকারী জজ মফিজুর রহমান, গজারিয়া থানার সিনিয়র সহকারী জজ তরিকুল ইসলাম, শ্রীনগর থানার সিনিয়র সহকারী জজ মোহাম্মদ জাকী আল ফারাবী ও টঙ্গীবাড়ী থানার সিনিয়র সহকারী জজ মোহাম্মদ মওদুদ আহমেদ।তাছাড়া জেলা ও দায়রা জজ আদালতের নাজির মেহেদী হাসান সহকারি নাজির ও জারিকারকসহ অন্যান্য কর্মীগণ সেখানে উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ জেলার সিনিয়র ও দায়রা জজ মোহাম্মদ নুর ইসলাম জানান, প্রায়শই দেখা যায় দূরদূরান্ত থেকে আসা লোকজন কোর্টের বিভিন্ন পথ না চেনার কারণে বিভ্রান্ত হয়ে পড়েন।তাদের কথা মাথায় রেখেই আমার এই তথ্য ও সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা।আমি আরো উন্নয়নমূলক কাজের অংশীদার হয়ে উদ্যোগ নিতে চাই আপনারা সবসময় আমার পাশে থাকবেন।পরে তিনি দোয়া পাঠ ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।