নিজস্ব প্রতিবেদক ::
অদ্য ২৭/০৭/২০২৫ তারিখ বিকাল ০৪:৩০ ঘটিকায় মুন্সীগঞ্জ শহরের লিচুতলায় মুন্সীগঞ্জ জেলার জুলাই গণঅভ্যুত্থান শহিদগণের স্মরণে স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জাহাঙ্গীর আলম এবং গৃহায়ণ, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং শহিদ পরিবারের সদস্যগণ।
উদ্বোধন শেষে উপদেষ্টাগণ জেলা সার্কিট হাউজে জুলাই গণঅভ্যুত্থান-২০২৫ পালন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার জুলাই শহিদ পরিবারের সদস্যগণের সাথে “মতবিনিময় সভা”তে অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।