মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদন:://
টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ শুক্রবার ১১ জুলাই সকাল ১০ টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস.এম আব্দুর রাজ্জাক , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক উপদেষ্টা আ:হাই, সভায় বক্তারা সাংবাদিকতার নীতি নৈতিকতা, তথ্যের বিশ্বাসযোগ্যতা, ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের চ্যালেঞ্জ ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় প্রেসক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এবং পেশাগত দায়িত্ব, উন্নয়ন এবং স্থানীয় সমস্যাগুলো তুলে ধরার হয়
এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি – প্রিন্স এডওয়ার্ড মাংসাং, সাধারণ সম্পাদক – আবুল হোসেন আকাশ, সহ সভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রামচন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক আবুল হোসেন রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ সরকার, সম্মানীত সদস্য সাইফুল ইসলাম, মিজানুর মাসুদ, হাফিজুর রহমান, সিদুর ঘোষ রাজকুমার ও স্থানীয় সমাজকর্মীবৃন্দ। বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা সমাজের দর্পন, জাতির বিবেক যা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
সভা শেষে অংশগ্রহণকারীদের মিষ্টি বিতরণ ও ধন্যবাদ জানিয়ে সভাপতির সমাপ্তি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।