নিজস্ব প্রতিনিধি
টানা ষষ্ঠবারের মতো এবারও বৃষ্টিতে ভিজে গাছের চারা রোপন করছেন মুন্সীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সদস্যরা।
আজ মঙ্গলবার (৮ জূলাই)মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি নয়াকান্দি সড়কে গাছের চারা রোপন করেন তারা।
মাকহাটি নয়াকান্দি সড়কটির দুপাশে আগাছা গজিয়ে পুরো রাস্তার দুপাশ ঢেকেছিলো। রাস্তার বাহির হতে ভিতরে কি আছে দেখাটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। এতে মাদকসবা সহ অন্যান্য অপকর্ম চলছিল ওই রাস্তাটিতে। এছাড়া শিয়াল সহ বন্যপ্রাণী বাসা বেধেছিল রাস্তার দুপাশের জঙ্গলে। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সদস্যরা সেই বিশাল আগাছাগুলো গত শনি ও রবিবার কেটে পরিষ্কার করেন। পড়ে আজ মঙ্গলবার (৮ ই জুলাই )সকাল হতে বৃষ্টিতে ভিজে রাস্তার পাশে গাছের চারা রোপণ শুরু করেন। ওই সংগঠনের ১০ থেকে ১২জন সদস্য এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক হীরা বলেন আমরা ২০১৯ সাল হতে আমাদের সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে
গাছ রোপণ কর্মসূচি পালন করে আসছি। এ বছরও ও বর্ষার শুরু হওয়ার পর হতে আমরা দুটি সড়কে একটি মুন্সিগঞ্জ নায়াকান্দি সড়ক অপরটি মাকহাটি সড়কে গাছের চারা রোপন করবো। নয়াকান্দি সড়কটি আগাছা গজিয়ে জঙ্গলে ভরা ছিল প্রথমে আমরা আগাছা পরিষ্কার করেছি এখোন গাছের যারা রোপন করছি। আমরা গাছ রোপনের পাশাপাশি ও গুলোকে রক্ষণাবেক্ষণও করি। এ বছর আমরা ঔষধিও ফলজ মিলিয়ে ১৩ ধরনের গাছের চারা রোপন করছি।
মাকহাটি পশ্চিমপাড়া এলাকার ওই পথে চলাচলকারী সুমন বলেন, এই সড়কটি আগাছায় একেবারেই জঙ্গল হয়েছিল। রাস্তার পাশে জঙ্গলের মধ্যে অনেক-শিয়াল বসবাস করতো। আমরা দিনের বেলাও রাস্তাটিতে একা চলতে ভয় পাইতাম।এখন এই রাস্তাটি পরিষ্কার করে গাছ লাগানোই আমাদের অনেক উপকার হয়েছে।
অটোচালক শফিক বলেন, রাস্তাটির পাশে ঘন আগাছা গজিয়ে জঙ্গল হয়ে থাকায় রাস্তার বাঁকে গাড়ি আসলে দেখা যেত না। এতে এক্সিডেন্টের খুব একটা ভয় থাকতো। এখন আগাছাগুলো কাটাতে অনেক সুবিধা হইছে দূরের গাড়িও দেখা যাবে।
মোল্লাকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বলেন, বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের এটা খুবই ভালো উদ্যোগ। তারা রাস্তার পাশে গাছ রোপন করতেছে আমি নিজেও তাদের সাথে বৃষ্টিতে ভিজে গাছ রোপন কর্মসূচিতে যোগদান করেছি তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য।এই গাছগুলো লাগানোর পরে তারা যেমন রক্ষণাবেক্ষণ করবে আমিও নিজে এই গাছগুলো রক্ষণাবেক্ষণ করবো।
সারাদিন বৃষ্টিতে ভিজে রাস্তা পরিষ্কার করে গাছের চারা রোপন করে আবার বিকেলে চরডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্যে ভিজে ভিজে ফলজ, বনজ, ঔষধিসহ ১৪ ধরনের গাছের চারা বিতরণ করেন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ আবু ছিদ্দিক হীরা, সদস্য মেহেদী হাসানসহ অন্যরা।
তাদের এমন ভালো কাজে অভিনন্দন জানিয়ে শিক্ষক, লেখক, সংগঠক মোঃ জিয়াউর রহমান বলেন- বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মতো আরো বেশি তরুনরা এমন সামাজিক কাজে সম্পৃক্ত হলে ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল ভোগ করতো এবং তরুণরা অপরাধ প্রবণতা ছেড়ে ভালো কাজে মনোযোগী হতো এতে আমরা একটি সুন্দর ও সহনশীল সমাজ পেতাম।