আব্দুল হাকিম বিক্রমপুরীর মৃত্যুবার্ষিকী পালিত
জনজীবন ডেস্ক :://
অবিভক্ত ভারতের বঙ্গীয় আইন পরিষদ, পাকিস্তান প্রাদেশিক ও জাতীয় পরিষদের প্রাক্তন সদস্য, সাহিত্যনুরাগী ও সমাজ সেবক আব্দুল হাকিম বিক্রমপুরীর ৩৯তম মৃত্যুাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ জুলাই শনিবার দুপুর ১ টায় মুন্সিগঞ্জ শহরের কোটগাঁয়ের কাজী কামরুদ্দিন ইন্সটিটিউট প্রাঙ্গন মাঠে স্মরণসভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এডঃ মুজিবুর রহমান, এভিজেম উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক এএসএম নাসির উদ্দীন এলান, শিল্পপতি এনামুল ইসলাম বাবুল, আব্দুল হাকিম স্মৃতি সংসদের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সংগঠনের যুগ্ম-সাধারন সম্পাদক এডঃ আশ্রাফুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক উর্ধ্বতন কর্মকর্তা মাহফুজুল রশীদ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছিরউদ্দিন জুয়েল, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মনজুর মোর্শেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এডঃ সুজন হায়দার জনিসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ, সংগঠক ও গান্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে ১০টি বিদ্যালয়ের ১০জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠক তামান্না সরকার মনি।
এ দিন মোঃ জয়নাল আবেদীনকে সভাপতি এবং সিরাজুল ইসলামে সাধারণ সম্পাদক করে আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণগঠন করা হয়।