মুন্সিগঞ্জে নবাগত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের ওরিয়েন্টেশন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:://
মুন্সিগঞ্জ পিটিআইতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষকদের নিয়োগ ২০২৩ এর নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
আজকের ওরিয়েন্টেশন সকাল ৯ঃ৩০ মিনিটে শুভ উদ্বোধন করেন মোঃ কামরুল হাসান, এনডিসি পরিচালক পলিসি এন্ড অপারেশন)প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম মাহবুব আলম, গবেষণা কর্মকর্তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কামরুন নাহার, সহকারী পরিচালক ( নিয়োগ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মুন্সিগঞ্জের সুযোগ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ পিটিআই সুপারিনটেনডেন্ট মোঃ আমিনুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মাইনুল ইসলাম, মুন্সিগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোমিন মিঞা ও টঙ্গিবাড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রাফেজা খাতুন ।
নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি নিজ নিজ দায়িত্ব পালন বিদ্যালয়ে যথাযথভাবে পালন করার নির্দেশনা দেন। আজকের শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ, শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের যে ভূমিকা সে বিষয়ে তাদের আলোকপাত করেন। সহকারী শিক্ষকদের সরকারি চাকরিবিধি, নিয়ম নীতিমালা, শিক্ষকদের গুণাবলী ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।