মুন্সীগঞ্জে কাব স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স
মোঃ জিয়াউর রহমান ::///
আজ শনিবার সকাল ৯.০০ টায় মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ১৩৭৩তম কাব স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স।
বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস মুন্সীগঞ্জ জেলার ব্যবস্থাপনায় উক্ত কাব স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস মুন্সীগঞ্জ জেলার সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল মোমিন মিঞা, বাংলাদেশ স্কাউটস মুন্সীগঞ্জ জেলার সম্পাদক ও মুন্সীগঞ্জ জজ কোর্টের আইনজীবী ভিপি(সরকারি) এডভোকেট মজিবুর রহমান শেখ, সহকারী কমিশনার ( প্রশাসন )বাংলাদেশ স্কাউটস মুন্সীগঞ্জ জেলা মোঃ রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার ( সংগঠন) মোঃ রিয়াজুল হক।
মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন্নাহারের সভাপতিত্বে মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়, মুন্সীগঞ্জ সদরে অনুষ্ঠিত উক্ত ওরিয়েন্টেশন কোর্সে বিভিন্ন উপজেলার ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
কাব স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের কোর্স লিডার হিসেবে উপস্থিত ছিলেন- স্কাউটার নাজমা চৌধুরী ( এলটি) কমিশনার বাংলাদেশ স্কাউটস মুন্সীগঞ্জ জেলা ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটার আকতার হোসেন ( এএলটি), স্কাউটার সাজ্জাদ হোসেন ( উডব্যাজার), অ্যাডভোকেট মজিবুর রহমান শেখ (উডব্যাজার)।