• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর (৪০) নামের একজন নিহত ডোমারে ‘হিলফুল ফুজুল যুব সংঘ’-এর আত্মপ্রকাশ মুন্সীগঞ্জ-চাঁদপুর নির্মান হচ্ছে আধুনিক ঝুলন্ত সেতু মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপি’র মনোনয়ন দৌড়ে এগিয়ে মোঃ মহিউদ্দিন বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস টঙ্গীবাড়ি উপজেলার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে কাব হলিডে ২০২৫ মুন্সীগঞ্জ শহরে ব্যাতিক্রমের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে শোভাযাত্রা ও পথসভা ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাণী  মুন্সীগঞ্জ পৌর মুজাহিদ কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত মুন্সিগঞ্জ মেট্রোরেলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ উপদেষ্টা কে স্মারকলিপি প্রদান

নওগাঁয় ঔষধ বাহী পিকআপ ও সিএনজি সংঘর্ষ নিহত ১ আহত ৬

রায়হান,সাপাহার, নওগাঁ / ২৩২ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

নওগাঁয় ঔষধ বাহী পিকআপ ও সিএনজি সংঘর্ষে একই পরিবারের ১ জন নিহত ও  ৬ জন আহত হয়েছে।

রায়হান, সাপাহার নওগাঁ (প্রতিনিধি)

নওগাঁয় বেক্সিমকো কোম্পানির ঔষধবাহী পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে পারভীন আক্তার (৫৭) নামে এক নারী নিহত হয়েছেন। এঘটনায় এক শিশুসহ আহত হয়েছেন আরো ৬জন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে নওগাঁ শহরের পুলিশ লাইনের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত পারভিন আক্তার নওগাঁর সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন, উপজেলার রসুলপুর গ্রামের মৃত সমির উদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী ইসমত আরা, সিরাজুলের ছোট ভাই সাজির উদ্দীন ও তার ছেলে আরিফ ও তার স্ত্রী সাদিকা এবং সিরাজুল ইসলামের নাতি মুংরইল গ্রামের মহিদুল ইসলামের শিশু সন্তান রাফিউল (৬)। আহতদের মধ্যে শিশু রাফিউল এবং সাদিকার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সকলে একই পরিবারের সদস্য।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি যোগে সাপাহার উপজেলা থেকে মামলার হাজিরা দেওয়ার জন্য সাজির উদ্দিনের পরিবারের ৬ জন সদস্য সিএনজি যোগে নওগাঁ কোর্টে আসছিলেন । সাপাহার থেকে ছেড়ে আসা সিএনজি নওগাঁ পুলিশ লাইনের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা বেক্সিমকো ঔষধ কোম্পানির ঔষধ বহনকারী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে সিএনজিতে থাকা ড্রাইভার ও শিশু সহ ৭ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বেক্সিমকো ঔষুধ কোম্পানির গাড়ি ও ড্রাইভার সহ দুর্ঘটনা কবলিত সিএনজি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নিহতের মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা