ভারতের আহমেদাবাদে প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
জনজীবন ডেস্ক :::///
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় টেলিভিশনসহ অন্যান্য সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হচ্ছে।
গুজরাটের পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই বলেছে, বিধ্বস্ত উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আহমেদাবাদ-লন্ডন গেটউইক রুটে চলাচল করা ফ্লাইট এআই১৭১ আজ ১২ জুন এক দুর্ঘটনায় পতিত হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে এবং শিগগিরই আমাদের ওয়েবসাইট ও এক্স হ্যান্ডলে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।’
ভারতে বিধ্বস্ত উড়োজাহাজে আরোহী ছিলেন ২৪২ জন।
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় টেলিভিশনসহ অন্যান্য সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হচ্ছে।
গুজরাটের পুলিশ নিয়ন্ত্রণকক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই বলেছে, বিধ্বস্ত উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট এআই১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক যাচ্ছিল।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, আহমেদাবাদ-লন্ডন গেটউইক রুটে চলাচল করা ফ্লাইট এআই১৭১ আজ এক দুর্ঘটনায় পতিত হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে এবং শিগগিরই আমাদের ওয়েবসাইট ও এক্স হ্যান্ডলে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।
বিবিসি বলেছে, উড়োজাহাজটি স্থানীয় সময় বেলা ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
উড়োজাহাজটির ৫৩ যাত্রী যুক্তরাজ্যের নাগরিক বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এ ছাড়া উড়োজাহাজে ১৬৯ জন ভারতীয়, ১ জন কানাডার ও ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানা গেছে।