মুন্সীগঞ্জ জেলা জামায়াতের জুলাই আগস্টের শহীদ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ।
মুন্সীগঞ্জ থেকে মমিন বিশ্বাস :
মুন্সিগঞ্জ জুলাই আগস্ট এর শহীদ পরিবারের মাঝে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়। ৫ই জুন (বৃহস্পতিবার) বিকাল ৫টায় কেন্দ্রীয় আমিরের নির্দেশনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সিগঞ্জ জেলা শাখার নায়েবে আমির মাওলানা মোহাম্মদ নুরুল হক পাটোয়ারীর নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দ শহীদ পরিবারের বাড়িতে যেয়ে এই নগদ অর্থ প্রদান করেন। শহীদ রিয়াজুল ফারাজির পরিবারের পক্ষে রিয়াজুল ফরাজের স্ত্রী , নূর মোহাম্মদ ডিপজলের পরিবারের পক্ষে শহীদ ডিপজলের মা, শহীদ সজলের পরিবারের পক্ষে তার ছোট ভাই নগদ অর্থ গ্রহণ করেন জামায়াত নেতৃবৃন্দের মাঝে এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য, মাওলানা মোঃ মুকসিদুর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার সেক্রেটারি মুহাম্মদ উজ্জ্বল হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো আব্দুল মবিন, পৌরসভার কর্মপরিষদ সদস্য ও ২ নং ওয়ার্ড সভাপতি মো: ম্হসিন মুন্সী।বাংলাবাজার ইউনিয়ন সভাপতি মো:আব্দুর রাজ্জাক প্রমুখ। নগদ অর্থ বিতরণকালে জেলা নায়েবে আমির বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় শহীদ পরিবারের পাশে থাকবেন তিনি বলেন জামায়াত কর্মীদের পরিবারে ঈদ উৎসব হলে, শহীদ পরিবারে ও ঈদ উৎসব হবে এটাই আমিরে জামায়াতের ঘোষণা। তাই ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে।