মুন্সীগঞ্জে কোথায়, কখন ঈদের জামাত!
মোঃ জিয়াউর রহমান ::///
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে এবং মুফতি আজহারুল হক হাতেমীর ইমামতিতে মুন্সীগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় কালেক্টর জামে মসজিদ মাঠে পবিত্র ঈদ উল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭.৩০ টায়।
জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুল জান্নাত জানান- আমরা পবিত্র ঈদ উল আযহার নামাজের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছি, মেঘ- বৃষ্টি হলেও ঈদের জামাতের সমস্যা হবে না ইনশাআল্লাহ।
মুন্সীগঞ্জ শহর জামে মসজিদ সকাল ৮.০০টায়, উপজেলা পরিষদ জামে মসজিদ সকাল ৭.৩০টায়, দক্ষিণ কোর্টগাঁও জামে মসজিদ সকাল ৭.৪৫টায়, জেলা কারাগার জামে মসজিদ সকাল ৮.০০টায়, মসজিদে নূর জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, মিনারা জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, খানবাড়ী মসজিদ সকাল ৭.৩০ টায়, ভিটি শিলমন্দির জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, কাটাখালি জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, টিভি হাসপাতাল জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, রনছ সরকার বাড়ী জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, রনছ মাদবর বাড়ী জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, সদর হাসপাতাল জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, পারুল পাড়া জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, বাগ মাহমুদ আলী পাড়া জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, মানিকপুর জামে মসজিদ জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, চক মানিকপুর জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, ঈঃ মানিকপুর জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, ইদ্রাকপুর জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, হাজী জসিমউদ্দিন জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, হাটলক্ষীপুর জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, হাটলক্ষী গঞ্জ জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, পুরাণ বাসস্ট্যান্ড জামে মসজিদ সকাল ৭.৩০ টায়, চরডুমুরিয়া বাজার ঈদগাহ সকাল ৭.৩০টায়।
এছাড়াও মুন্সীগঞ্জ শহর ও আশেপাশের জামে মসজিদ এবং ঈদগাহের বেশির ভাগই সকাল ৭.৩০ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।