দক্ষিন ইসলামপুর খালইস্ট বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শাহাদাৎ বার্ষিকী পালিত
মোঃ আল আমিন :::///
দক্ষিন ইসলামপুর খালইস্ট বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ সদরের জিএস সিটি সেন্টার এলাকায় মঙ্গলবার অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ শহর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র একেএম ইরাদত মানু, যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন, কাজী আবু সুফিয়ান, বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবীবে আলম শাহরিয়ার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দুলাল হোসেন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) মাকসুদুল আলম বাবু, জেলা যুবদলের সদস্য মাসুম খান, শহর যুব দলের যুগ্ম আহবায়ক হাবিব মাহমুদ পিন্টু, ওমর ফারুকসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
আলোচনা শেষে খিচুড়ি ভোজের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন স্বল্প পরিসরে হলেও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করতে পেরে খুব ভালো লাগছে। তিনি আরো বলেন পতিত স্বৈরাচার সরকারের সময়ে অনেক জেল জুলুম আর নির্যাতনের শিকার হয়েছি।