মুন্সীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত
মোঃ আল আমিন ও দেলোয়ার হোসেন ::////
আজ ২জুন সোমবার বেলা ১১.০০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মুন্সীগঞ্জ জেলা বার ইউনিটের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি এড. মুজিবুর রহমান, মুন্সীগঞ্জ শহর বিএনপির আহবায়ক একেএম ইরাদত মানু, মুন্সীগঞ্জ জেলা জিপি এড. তোতা মিয়া, জেলা পিপি এড. আব্দুল হালিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, মুন্সীগঞ্জ জেলা বার ইউনিটের আহবায়ক এড. মোঃ জাকারিয়া মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব এড. মোঃ সুমন মিয়ার পরিচালনায় এবং মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলমের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন ব্যারিস্টার হাসান সাঈদ রশি, এপিপি নূর হোসাইন, অ্যাডভোকেট আরিফ হোসেন, এডভোকেট হান্নান জুয়েল, এডভোকেট হুমায়ুন কবির শাহিন মিজি, এডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আসাদুজ্জামান লিটন, অ্যাডভোকেট ফারুক আহমেদ, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ঢালী, এডভোকেট মাহবুবুল আলম স্বপন, অ্যাডভোকেট আতাউর রহমান হিরো, এড. মাসুদ আলম, এড. রোজিনা ইয়াসমিন, মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক এড. আজিজুর রহমান রাজীব প্রমুখ।
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে মুন্সীগঞ্জ জেলার প্রায় পাঁচ শতাধিক আইনজীবী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।