• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর (৪০) নামের একজন নিহত ডোমারে ‘হিলফুল ফুজুল যুব সংঘ’-এর আত্মপ্রকাশ মুন্সীগঞ্জ-চাঁদপুর নির্মান হচ্ছে আধুনিক ঝুলন্ত সেতু মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপি’র মনোনয়ন দৌড়ে এগিয়ে মোঃ মহিউদ্দিন বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস টঙ্গীবাড়ি উপজেলার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে কাব হলিডে ২০২৫ মুন্সীগঞ্জ শহরে ব্যাতিক্রমের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে শোভাযাত্রা ও পথসভা ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাণী  মুন্সীগঞ্জ পৌর মুজাহিদ কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত মুন্সিগঞ্জ মেট্রোরেলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ উপদেষ্টা কে স্মারকলিপি প্রদান

নবী রাসুলদের পেশা কেমন ছিল –

Reporter Name / ২১৮ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

জনজীবন ডেস্ক ::///

নবী রাসুলগণ যেসব কাজ করে জীবিকা নির্বাহ করতেন –

১.ইমাম আবু হানিফা রহঃ কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
২.ইমাম কুদুরি রহঃ হাঁড়ি পাতিলের ব্যবসায়ি ছিলেন,
৩.আশরাফ আলী থানবী রহঃ তেলের ব্যবসা করতেন।

*নবী ও রাসূলগণ! অর্থ উপার্জনের জন্য কি কাজ করতেন?*

১.হযরত আদম (আ.) কৃষি কাজ করেছেন। তিনি আটা পিষতেন ও রুঠি বানিয়েছেন।
২.হযরত ইদ্রিস (আ.) লেখার কাজ এবং দর্জির কাজ করেছেন।
৩.হজরত নুহ (আ.) গাছ ফেড়ে নৌকা তৈরি করেছেন। অর্থাৎ তিনি মিস্ত্রির কাজ করেছেন।
৪.হযরত হুদ (আ.) ও হযরত সালেহ (আ.) ব্যবসা-বাণিজ্য করতেন।
৫.হযরত জুলকারনাইন যিনি বহুত বড় বাদশা ছিলেন। অনেকের মতে তিনি নবী ছিলেন। তিনি জাম্বিল বুনন করতেন। এই উদ্দেশ্যে তিনি ডালা, টুকরি, ধামা প্রভৃতির তৈরি করেছেন।
৬.হযরত ইব্রাহিম (আ.) কৃষি কাজ এবং রাজমিস্ত্রি কাজ করেছেন, তিনি নিজ হাতে খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছেন।
৭.হযরত লুত (আ.) চাষাবাদের কাজ করেছেন।
৮.হযরত ইসমাইল (আ.) শিকার করেছেন।
৯.হযরত ঈসা (আ.), ও ১০.হযরত ইয়াকুব এবং তাহার বংশধরগণ ছাগল পালন করতেন, এবং ছাগলের বাচ্চা বিক্রি করতেন।
১১.হযরত ইউসুফ (আ.) দুর্ভিক্ষের সময় খাদ্যশস্যের ব্যবসা করেছেন।
১২.হযরত আইয়ুব (আ.) বকরি পালন করতেন, তিনি কৃষি কাজ করেছেন।
১৩.হযরত শোয়াইব এর বাড়িতে বকরি পালন করা হত। এবং
১৪.হযরত মুসা কয়েক বৎসর পর্যন্ত তার বাড়ি থেকে বকরি চড়াইছেন এবং বিবাহের মোহর হিসেবে ছিল বকরি চড়ানো।

১৫.হযরত হারুন (আ.) ব্যবসা-বাণিজ্য করতেন,
১৬.হযরত ঈসা (আ.) ক্ষেত খামারে কৃষি কাজ করেছেন।
১৭.হযরত দাউদ (আ.) যুদ্ধের জন্য লৌহবর্ম তৈরি করতেন, অর্থাৎ কামারের কাজ করে লৌহ শিল্প প্রতিষ্ঠা করেছেন।
১৮.হযরত লোকমান (আ.) বিজ্ঞানের সুবিখ্যাত বড় বৈজ্ঞানিক ছিলেন, বকরিও চড়াতেন।
১৯.হযরত সুলাইমান (আ.) জাম্বিল বুনাতেন, এবং তিনি বাদশা ছিলেন।
২০.হযরত যাকারিয়া (আ.) কাঠমিস্ত্রির কাজ করতেন।

সকল নবী রাসুল এবং
২১.আখেরী নবী হযরত মোহাম্মদ মোস্তফা (স.) এর বকরি চরানোর কথা কিতাবে বর্ণিত আছে, এবং তিনি ব্যবসা-বানিজ্য করেছেন।
কিন্তু তাদের জীবনধারণ বকরি চরানোর উপর নির্ভর করত না, তবুও এই কাজ তারা করেছেন। উক্ত কাজে তারা দূষণীয় মনে করতেন না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা