• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline
৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাণী  মুন্সীগঞ্জ পৌর মুজাহিদ কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত মুন্সিগঞ্জ মেট্রোরেলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ উপদেষ্টা কে স্মারকলিপি প্রদান মুন্সীগঞ্জে অটোচালক মজিবল মাঝি হত্যা: ২৪ ঘণ্টায় পাঁচজন গ্রেপ্তার, অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার বিএনপির মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জ-১ এ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ- ২ এ সিনহা, মুন্সীগঞ্জ- ৩ অঘোষিত মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিতপরীক্ষা অনুষ্ঠিত নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া” সহ ২১ দফা দাবিতে মুন্সীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন ভিটি শিলমন্দি আলোক সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক নিরাপদ করতে রাজনৈতিক স্বদিচ্ছা প্রয়োজন – মুন্সীগঞ্জে নিসচা মহাসচিব এসএম আজাদ

বাংলা চলচ্চিত্রের সেরা দশ নায়ক

জনজীবন / ৫৫৬ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

জনজীবন ডেস্ক :::///

বাংলাদেশের চলচ্চিত্রে যুগে যুগে নায়ক এসেছে শতের অধিক। তাদের মধ্যে অনেকেই ফিরে গেছে ব্যর্থ হয়ে আবার অনেকে জ্বালিয়ে গেছেন সফলতার আলো। সেখান থেকেই বাংলা চলচ্চিত্রের সেরা দশ নায়ক নিয়ে আমাদের আজকের এই আয়োজন। চলুন জেনে নেওয়া যাক;

১০. সোহেল রানা
৮০-৯০ দশকের জনপ্রিয় নায়ক। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দোস্ত দুশমন, জিঞ্জির, বারুদ, ওস্তাদ সাগরেদ, জনি, অস্বীকার উল্লেখযোগ্য সিনেমা।

৯. সালমান শাহ
বাংলা ছবির উজ্জ্বল নক্ষত্র, যে খুব দ্রুত খসে গেলেও রেশ রেখে গেছেন। মাত্র তিন বছরে হয়ে ওঠেন কালজয়ী নায়ক। কেয়ামত থেকে কেয়ামত, স্বপ্নের ঠিকানা প্রভৃতি ছবিতে অভিনয় করে অমর হয়ে আছেন।

৮। রুবেল
কারাতে ও অ্যাকশনধর্মী ছবির জন্য পরিচিত ছিলেন রুবেল। লড়াকু, স*ন্ত্রাস, বিপ্লব, ডন তার উল্লেখযোগ্য ছবি।

৭। ফারুক
সুজন সখী, সারেং বউ, গোলাপী এখন ট্রেনে–র মতো গ্রাম্য পটভূমির ছবিতে জনপ্রিয়তা পেয়েছেন ফারুক। জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।

৬। মান্না
গণমানুষের জনপ্রিয় নায়ক মান্না। কাশেম মালার প্রেম, দাঙ্গা, ধর, তেজী, শান্ত কেন মাস্তান, আব্বাজান, কষ্ট, মনের সাথে যুদ্ধ, উত্তরের খেপ ছিল তাঁর উল্লেখযোগ্য ছবি।

৫। জসিম
খলনায়ক থেকে নায়ক হয়ে অ্যাকশন হিরো হিসেবে পরিচিতি। সবুজ সাথী, ভাইজান, স্বামী কেন আসামী সহ তাঁর আরো অসংখ্য হিট ছবি রয়েছে।

৪। ইলিয়াস কাঞ্চন
বেদের মেয়ে জোছনা–র নায়ক। নব্বইয়ের দশকে সুপারস্টার ছিলেন। বেনাম বাদশা, প্রেমের প্রতিদান, বেপরোয়া, মাটির কসম, অপরাজিত নায়ক, চরম আ*ঘাত ইত্যাদি তার হিট ছবি।

৩। আলমগীর
বাংলা ছবির সবচেয়ে দীর্ঘকায় নায়ক তিনি। ভাত দে, অপেক্ষা, দেশপ্রেমিক, মরনের পরে, ক্ষতিপূরণ, পিতা মাতা সন্তান, নিষ্পাপ ছবিগুলো দিয়ে আলমগীর দর্শকদের বিশেষ পছন্দের হয়ে উঠেন৷ ৯ বার জাতীয় পুরস্কার পান তিনি।

২। রাজ্জাক
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক। নায়কদের রাজা তিনি, নায়কদের আদর্শও তিনি৷ নীল আকাশের নিচে, অবুঝ মন, রংবাজ–সহ বহু হিট ছবি উপহার দিয়েছেন। পাঁচবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

১। শাকিব খান
বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী তিনি। গত দুই যুগ ধরে ঢালিউডে একাই রাজত্ব করে চলছেন। ভঙ্গুর ইন্ডাস্ট্রিতে তিনিই ছিলেন একমাত্র আশার আলো। সফলতার একমাত্র উদাহরণ, নায়কদের আদর্শ তিনি। আধুনিক সময়ের সবচেয়ে সফল নায়ক। আমার স্বপ্ন তুমি, প্রিয়া আমার প্রিয়া, সুভা, নবাব, সত্তা, শিকারি, প্রিয়তমা, তুফান, বরবাদ তার কালজয়ী সিনেমা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা