জনজীবন ডেস্ক :::///
বাংলাদেশের চলচ্চিত্রে যুগে যুগে নায়ক এসেছে শতের অধিক। তাদের মধ্যে অনেকেই ফিরে গেছে ব্যর্থ হয়ে আবার অনেকে জ্বালিয়ে গেছেন সফলতার আলো। সেখান থেকেই বাংলা চলচ্চিত্রের সেরা দশ নায়ক নিয়ে আমাদের আজকের এই আয়োজন। চলুন জেনে নেওয়া যাক;
১০. সোহেল রানা
৮০-৯০ দশকের জনপ্রিয় নায়ক। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দোস্ত দুশমন, জিঞ্জির, বারুদ, ওস্তাদ সাগরেদ, জনি, অস্বীকার উল্লেখযোগ্য সিনেমা।
৯. সালমান শাহ
বাংলা ছবির উজ্জ্বল নক্ষত্র, যে খুব দ্রুত খসে গেলেও রেশ রেখে গেছেন। মাত্র তিন বছরে হয়ে ওঠেন কালজয়ী নায়ক। কেয়ামত থেকে কেয়ামত, স্বপ্নের ঠিকানা প্রভৃতি ছবিতে অভিনয় করে অমর হয়ে আছেন।
৮। রুবেল
কারাতে ও অ্যাকশনধর্মী ছবির জন্য পরিচিত ছিলেন রুবেল। লড়াকু, স*ন্ত্রাস, বিপ্লব, ডন তার উল্লেখযোগ্য ছবি।
৭। ফারুক
সুজন সখী, সারেং বউ, গোলাপী এখন ট্রেনে–র মতো গ্রাম্য পটভূমির ছবিতে জনপ্রিয়তা পেয়েছেন ফারুক। জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।
৬। মান্না
গণমানুষের জনপ্রিয় নায়ক মান্না। কাশেম মালার প্রেম, দাঙ্গা, ধর, তেজী, শান্ত কেন মাস্তান, আব্বাজান, কষ্ট, মনের সাথে যুদ্ধ, উত্তরের খেপ ছিল তাঁর উল্লেখযোগ্য ছবি।
৫। জসিম
খলনায়ক থেকে নায়ক হয়ে অ্যাকশন হিরো হিসেবে পরিচিতি। সবুজ সাথী, ভাইজান, স্বামী কেন আসামী সহ তাঁর আরো অসংখ্য হিট ছবি রয়েছে।
৪। ইলিয়াস কাঞ্চন
বেদের মেয়ে জোছনা–র নায়ক। নব্বইয়ের দশকে সুপারস্টার ছিলেন। বেনাম বাদশা, প্রেমের প্রতিদান, বেপরোয়া, মাটির কসম, অপরাজিত নায়ক, চরম আ*ঘাত ইত্যাদি তার হিট ছবি।
৩। আলমগীর
বাংলা ছবির সবচেয়ে দীর্ঘকায় নায়ক তিনি। ভাত দে, অপেক্ষা, দেশপ্রেমিক, মরনের পরে, ক্ষতিপূরণ, পিতা মাতা সন্তান, নিষ্পাপ ছবিগুলো দিয়ে আলমগীর দর্শকদের বিশেষ পছন্দের হয়ে উঠেন৷ ৯ বার জাতীয় পুরস্কার পান তিনি।
২। রাজ্জাক
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাক। নায়কদের রাজা তিনি, নায়কদের আদর্শও তিনি৷ নীল আকাশের নিচে, অবুঝ মন, রংবাজ–সহ বহু হিট ছবি উপহার দিয়েছেন। পাঁচবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।
১। শাকিব খান
বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী তিনি। গত দুই যুগ ধরে ঢালিউডে একাই রাজত্ব করে চলছেন। ভঙ্গুর ইন্ডাস্ট্রিতে তিনিই ছিলেন একমাত্র আশার আলো। সফলতার একমাত্র উদাহরণ, নায়কদের আদর্শ তিনি। আধুনিক সময়ের সবচেয়ে সফল নায়ক। আমার স্বপ্ন তুমি, প্রিয়া আমার প্রিয়া, সুভা, নবাব, সত্তা, শিকারি, প্রিয়তমা, তুফান, বরবাদ তার কালজয়ী সিনেমা।