মুন্সীগঞ্জে জনজীবন ফাউন্ডেশনের আয়োজনে মহান মে দিবস পালিত

জনজীবন:::///
মানুষ মানুষের জন্য – জীবন জীবনের জন্য এই শ্লোগানে
আজ ১লা মে বৃহস্পতিবার সকাল ১১.০০টায় জনপ্রিয় অনলাইন মিডিয়া দৈনিক জনজীবনের উদ্যোগে এবং সমাজ কল্যাণমূলক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা সাবেক চেয়ারম্যান ও সাবেক মেয়র, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মুন্সীগঞ্জ জেলা শাখার আহবায়ক সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মীর বাছির উদ্দিন জুয়েল, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মোঃ মমিন বিশ্বাস, জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা কেএম সাইফুল্লাহ ভূইয়া, মোঃ তাজুল ইসলাম, আনোয়ার হোসেন মোল্লা, সহ সভাপতি মোঃ ইব্রাহিম মিয়া, আব্দুল হামিদ, শিক্ষা সম্পাদক মোঃ কামাল হোসেন, সাহিত্য সম্পাদক মোঃ শাহ আলম, জিয়া নাগরিক ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ও জনজীবন ফাউন্ডেশনের সহ দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক শেখ প্রমুখ।

জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সমাজ কল্যান সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের শিক্ষা সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ শিক্ষা সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সহ অর্থ সম্পাদক এম এ রহমান, সহ আইন সম্পাদক মোঃ আল আমিন, রাজনীতিবিদ মোঃ জাকির হোসেন বেপারী, মোঃ মাসুদ রানা, আনসার আলী, শাহজাহান মিয়াসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনজীবন ফাউন্ডেশনের সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লা, স্বরচিত কবিতা আবৃত্তি করেন সাহিত্য সম্পাদক মোঃ শাহ আলম।

সভাপতির বক্তব্যে মোঃ জিয়াউর রহমান বলেন- হযরত মুহাম্মদ (সাঃ) এর দুটি হাদিস “এক. শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করো, দুই. চাকর বাকরদের সম্পর্কে বলেছেন তারা তোমাদের ভাই তোমরা যা খাবে তাদের তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদের তা পড়াবে” আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে সমাজ ও দেশ সুন্দর হবে।
জিয়াউর রহমান আরো বলেন আমাদের সাংবাদিক ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে, যখন খবর তখনই ছুটে যায় কিন্তু তাদের ন্যায্য পারিশ্রমিক কোথায়? আপনাদের মাধ্যমে জানাতে চাই তাদের জন্য ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করা হোক।