নিজস্ব প্রতিবেদক :::///
মুন্সীগঞ্জে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার ও নিম্ন আদালতে দুর্নীতিবাজ বিচারকদের অপসারণের দাবীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ বুধবার দুপুর ১ টায় জাতীযতাবাদী আইনজীবী ফোরাম, মুন্সীগঞ্জ বাংলাদেশের বিচার বিভাগ ও গনতন্ত্র ধ্বংসের মূল কারিগর, সাবেক প্রধান বিচারপ্রতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার ও বিচারে সোপর্দ এবং ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নি¤œ আদালতের দলবাজ ও দুনর্িিতবাজ বিচারকদের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জাতীযতাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিক্ষোভ মিছিল আদালত পাড়ার বিভিন্ন সড়ক ঘুরে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে এসে শেষ হয়।এখানে জাতীযতাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট তোতা মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ বারের সভাপতি এডভোকেট জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক পারভেজ আলম, পিপি এডভোকেট মোহাম্মদ হালিম মিয়া।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন স্পেশাল পিপি জাহাঙ্গীর হোসেন ঢালী, এডভোকেট মজিবুর রহমান, এডভোকেট মাসুদ আলম, এডভোকেট মাহবুবুর রহমান, এপিপি মুস্তাফিজুর রহমান, এডভোকেট সুমন সর্দার, এপিপি নাসিম আক্তার, সুমন প্রমুখ।
বক্তারা বলেন বিগত আওয়ামীলীগ সরকারের সময় বিচার বিভাগ সম্পুন্ন ভাবে দলীয় করন হয়েিেছল। সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবৈধ সাজা প্রদানকারীকে প্রমোশন দেওয়া হয়েছে।এখনো বিচার বিভাগে এমন অনেক বিচারক রয়েছেন।তাদের অপসারন করতে না পারলে বিচার বিভাগকে হাসিনার দোসরদের হাত থেকে রক্ষা করা যাবে না।