• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
Headline
৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাণী  মুন্সীগঞ্জ পৌর মুজাহিদ কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত মুন্সিগঞ্জ মেট্রোরেলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ উপদেষ্টা কে স্মারকলিপি প্রদান মুন্সীগঞ্জে অটোচালক মজিবল মাঝি হত্যা: ২৪ ঘণ্টায় পাঁচজন গ্রেপ্তার, অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার বিএনপির মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জ-১ এ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ- ২ এ সিনহা, মুন্সীগঞ্জ- ৩ অঘোষিত মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিতপরীক্ষা অনুষ্ঠিত নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া” সহ ২১ দফা দাবিতে মুন্সীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন ভিটি শিলমন্দি আলোক সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক নিরাপদ করতে রাজনৈতিক স্বদিচ্ছা প্রয়োজন – মুন্সীগঞ্জে নিসচা মহাসচিব এসএম আজাদ

মুন্সীগঞ্জে লিগ্যাল এইডের র‌্যালি ও আলোচনা

Reporter Name / ২৪৭ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

মুন্সীগঞ্জে লিগ্যাল এইডের র‌্যালি ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক ::///

মুন্সীগঞ্জে “দ্বন্দ্বে কোন আনন্দ নাই আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” এই প্রতিপাদ্যে বিষয়ের উপর মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত চত্বর হতে এক বিশাল র‌্যালি বের করেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় আদালত চত্বরে শেষ হয়। পরে সকাল সাড়ে ৯ টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় এক আলোচনা সভা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নূর ইসলাম।

অনুষ্ঠানে লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ তাহমিনা হক এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, সিভিল সার্জন ডাঃ মোঃ মনজুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশনস মোঃ ফিরোজ কবির, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (জিপি) অ্যাডভোকেট মোঃ তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ হালিম হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ পারভেজ আলম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোঃ মুজিবুর রহমান প্রমূখ।

এ সময় আদালতের অন্যান্য বিচারকগণ, জেলার অন্যান্য কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, লিগ্যাল এইড এর মাধ্যমে হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বিনা অর্থে মামলা পরিচালনা করার জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পঞ্চম তলায় লিগ্যাল এইড অফিস রয়েছে। এখানে শুধু মামলা নয় মামলা সংক্রান্ত জটিলতা বিষয় নিয়ে এখানে বিনা মূল্যে আপস মীমাংসা করা হয়। এছাড়াও লিগ্যাল এইড এর মাধ্যমে আইনি পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা স্মারক পেলেন অ্যাডভোকেট মোঃ হাফিজ উদ্দিন ও এডভোকেট পাপিয়া আক্তার নিলু।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা