মুন্সীগঞ্জে নববর্ষ উপলক্ষ্যে বৈশাখের ২য়দিনে গ্রামীণ খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জনজীবন :::///
মুন্সীগঞ্জে নববর্ষ উপলক্ষ্যে বৈশাখের ২য়দিনে গ্রামীণ খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে মুন্সিগঞ্জ জেলা বিএনপি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের গণ মানুষের নেতা, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ মহিউদ্দিন আহমেদ।
এতে বস্তাদৌড়, বিস্কুট দৌড়, হাড়ি ভাঙা, বল পাসিং সহ বিভিন্ন খেলায় মেতে উঠে দলীয় নেতাকর্মী সহ স্থানীয়রা। এদিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশনেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষার্থী। এতে ফুটিয়ে তুলে প্রাণ প্রকৃতি সহ বাংলাদেশের চিত্র।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। আয়োজকরা জানান গ্রামবাংলার ঐতিহ্যকে ধারন ও সবার সাথে বাংলা নববর্ষের আনন্দ ভাগাভাগি করতে এই আমেজ। বিএনপি মানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।