• মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে প্রতিপক্ষের গুলিতে আরিফ মীর (৪০) নামের একজন নিহত ডোমারে ‘হিলফুল ফুজুল যুব সংঘ’-এর আত্মপ্রকাশ মুন্সীগঞ্জ-চাঁদপুর নির্মান হচ্ছে আধুনিক ঝুলন্ত সেতু মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপি’র মনোনয়ন দৌড়ে এগিয়ে মোঃ মহিউদ্দিন বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস টঙ্গীবাড়ি উপজেলার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে কাব হলিডে ২০২৫ মুন্সীগঞ্জ শহরে ব্যাতিক্রমের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে শোভাযাত্রা ও পথসভা ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাণী  মুন্সীগঞ্জ পৌর মুজাহিদ কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত মুন্সিগঞ্জ মেট্রোরেলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ উপদেষ্টা কে স্মারকলিপি প্রদান

মুন্সীগঞ্জবাসীসহ দেশবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- মোঃ মহিউদ্দিন

জনজীবন / ১৪৯ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

জনজীবন ডেস্ক :::////

প্রেস রিলিজ।
তারিখ: ১৩-০৪-২০২৫ ইং
মুন্সীগঞ্জ

বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব মোঃ মহিউদ্দিন আহমেদ-এর শুভেচ্ছা বার্তা

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব  মোঃ মহিউদ্দিন আহমেদ  মুন্সীগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতিসত্তা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এই উৎসব আমাদের মাঝে নবজাগরণ, ভ্রাতৃত্ববোধ এবং সহমর্মিতার বার্তা নিয়ে আসে। নতুন বছর আমাদের ব্যক্তিজীবনে যেমন নতুন আশার আলো জ্বালায়, তেমনি জাতীয় জীবনে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।”

মোঃ মহিউদ্দিন আরও বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বাংলা নববর্ষ আমাদের নতুন শক্তি ও সাহস জোগাবে। আসুন, সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে একটি মানবিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করি।”

তিনি বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

শুভ নববর্ষ ১৪৩২

প্রেরক:
গিয়াস উদ্দিন,
ব্যক্তিগত সহকারী।
মোঃ মহিউদ্দিন,
সদস্য সচিব,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল,
মুন্সীগঞ্জ জেলা শাখা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা