ঈসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুন্সীগঞ্জে বিশাল বিক্ষোভ সমাবেশ
মোঃ জিয়াউর রহমান ::///
আজ শুক্রবার বাদ জুম্মা মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ফিলিস্তিনের নারী, শিশুসহ হাজার হাজার নিরীহ মুসলমানের উপর ইহুদী আদিপত্যবাদী ঈসরায়িলী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এ বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাকসহ শতাধিক ধর্মপ্রাণ তৌহিদী জনতা এ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় তৌহিদী জনতা ঈসরায়িলী পণ্য বর্জনসহ ইহুদি আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন জ্বালাময়ী শ্লোগান দেন।