ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামের মুন্সিগঞ্জ বিক্ষোভ মিছিল।
জনজীবন ডেস্ক ::///
ফিলিস্তিনি ইজরায়েলের বর্বর রচিত হামলার ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলার উদ্যোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৭ এপ্রিল) বিকাল ৫টায় জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী নেতৃত্বে শহরের কৃষি ব্যাংক সংলগ্ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে হতে শুরু হয়ে সুপার মার্কেট, মুন্সীগঞ্জ প্রেসক্লাব,কাচারি শিল্পকলা একাডেমী হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যেয়ে শেষ হয়। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি,জেলা কর্মপরিষদ সদস্য খিদির আব্দুস ছালাম, মাওলানা এ কে এম ইউসুফ মুন্সীগঞ্জ সদর উপজেলার আমির মুহাম্মদ নুরুল আমিন সিকদার, মুন্সীগঞ্জ পৌরসভার আমির এইচ এম বায়েজীদ, মিরকাদিম পৌরসভার আমির মাওলানা মুহাম্মদ গোলাম জিলানী, সিরাজদিখান উপজেলার আমির মো: কবির হোসেন, গজারিয়ায় উপজেলার আমির মাওলানা নুরে আলম, টুংগীবাড়ী উপজেলার আমির মাওলানা মুহাম্মদ আব্দুল বারী, পদ্মা থানা আমির মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, ইসলামি ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি মো আল আমিন প্রমুখ।