• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাণী  মুন্সীগঞ্জ পৌর মুজাহিদ কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত মুন্সিগঞ্জ মেট্রোরেলের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ উপদেষ্টা কে স্মারকলিপি প্রদান মুন্সীগঞ্জে অটোচালক মজিবল মাঝি হত্যা: ২৪ ঘণ্টায় পাঁচজন গ্রেপ্তার, অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার বিএনপির মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জ-১ এ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ- ২ এ সিনহা, মুন্সীগঞ্জ- ৩ অঘোষিত মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিতপরীক্ষা অনুষ্ঠিত নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া” সহ ২১ দফা দাবিতে মুন্সীগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন ভিটি শিলমন্দি আলোক সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়ক নিরাপদ করতে রাজনৈতিক স্বদিচ্ছা প্রয়োজন – মুন্সীগঞ্জে নিসচা মহাসচিব এসএম আজাদ

তারেক রহমানের পক্ষ থেকে মুন্সীগঞ্জের সর্বস্তরের মানুষের সাথে বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময

জনজীবন / ১৪৫ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

তারেক রহমানের পক্ষ থেকে মুন্সীগঞ্জের সর্বস্তরের মানুষের সাথে বিএনপির ঈদ শুভেচ্ছা বিনিময়।

জনজীবন ডেস্ক :::///

বিএনপির দলীয় পতাকা হাতে প্রায় শতাধিক গাড়ির বহর নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা শ্রেণী পেশার সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কের নিমতলা এলাকা থেকে ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বের করা হয়,বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা।

পরে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন শেখ আব্দুল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী সহ বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ঈদ শুভেচ্ছা বিনিময় কালে বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের সহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে বৈষম্যহীন আগামী নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এছাড়া দীর্ঘদিন পর বাঁধাহীন পরিবেশে এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির দলীয় নেতাকর্মীরা।

পথসভায় শেখ মোঃ আব্দুল্লাহ উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, দেশের আপামর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে ও দেশ ছেড়ে পালিয়েছেন।

ফলে এখন হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। আর সব ধরনের ভাঙচুর পরিহার ও সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের বড় দায়িত্ব।

এরআগে তিনি উপজেলার বিভিন্ন হাটে-বাজারে মোড়ে মোড়ে অবস্থান নিয়ে পথসভা করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও ঈদ পরবর্তি শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখাঁন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুর ইসলাম অহিদ, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সিদ্দিক মোল্লাসহ স্থানীয় বিএনপির অসংখ্য নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা