দেশ ও দেশের বাহিরের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন- মোঃ জিয়াউর রহমান, সভাপতি, জনজীবন ফাউন্ডেশন, সাবেক সভাপতি, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব। আহবায়ক বাংলাদেশ সুশীল সমাজ (বাসুস), সাবেক সিনিয়র সহ সভাপতি মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাব, সহ সভাপতি, মুন্সীগঞ্জ জেলা লেখক ফোরাম।
জনজীবন ডেস্ক ::////
ঈদুল ফিতরের একটি নির্দিষ্ট সালাত আছে যা সাধারণত খোলা মাঠ বা বৃহৎ হলঘরে দুই রাকাত করে পড়া হয়। এটি কেবল জামাতে ( জামাআত ) পড়া যেতে পারে এবং এতে অতিরিক্ত ছয়টি তাকবীর (কানের দিকে হাত তুলে তাকবীর পাঠ করা , “আল্লাহু আকবার” বলা, যার অর্থ “আল্লাহ সর্বশ্রেষ্ঠ”) বলা হয়। সুন্নি ইসলামের হানাফী মাজহাবে , প্রথম রাকাতের শুরুতে তিনটি তাকবীর এবং দ্বিতীয় রাকাতে রুকুর ঠিক আগে তিনটি তাকবীর থাকে । [ 6 ] অন্যান্য সুন্নি মাজহাবে সাধারণত ১২টি তাকবীর থাকে , একইভাবে সাত এবং পাঁচটি দলে বিভক্ত। শিয়া ইসলামে , সালাতে তিলাওয়ার শেষে প্রথম রাকাতে ছয়টি তাকবীর , রুকুর আগে এবং দ্বিতীয় রাকাতে পাঁচটি তাকবীর থাকে। [ 7 ] স্থানীয় আইনশাস্ত্রের মতামতের উপর নির্ভর করে, এই ছালাত হয় ফরয ( فرض , বাধ্যতামূলক) অথবা মুস্তাহাব্ব (জোরালোভাবে সুপারিশকৃত)। ছালাতের পরে , মুসলমানরা বিভিন্ন উপায়ে ঈদুল ফিতর উদযাপন করে, যার মূল বিষয়বস্তু খাবার , [ 8 ] যা এই ছুটির দিনটিকে “মিষ্টি ঈদ” বা “চিনির ভোজ” ডাকনামও দেয়। [ 9 ] [ 10 ]
এ সময় জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল অসুস্থ ও আহতদের সুস্থতা কামনা করেন।
এছাড়াও জনজীবন ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সংগঠনের সকল নেতাকর্মীদের মরহুম বাবা মায়ের আত্নার মাগফিরাত কামনা করেন এবং অসুস্থদের সুস্থতা কামনা করেন।
