আলুর বাজার মূল্য, সরবরাহ ও কোল্ড স্টোরেজে সংরক্ষণসহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভা
কেএম সাইফুল্লাহ ভূইয়া, বিশেষ প্রতিবেদক ঃঃ //
মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ আলুর বাজার মূল্য, সরবরাহ ও কোল্ড স্টোরেজে সংরক্ষণসহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে উক্ত পর্যালোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী, জেলা পর্যায়ের কৃষি সম্প্রসারণ এর উপ-পরিচালক, জেলা মৎস্য ও পশু সম্পদ কর্মকর্তা, মুন্সিগঞ্জ আলু চাষী কল্যাণ সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ভোক্তা অধিকার কর্মকর্তা, ক্যাব মুন্সিগঞ্জ সদর শাখার সভাপতি কেএম সাইফুল্লাহ ভুইয়া, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ বাসির উদ্দিন জুয়েল, প্রমূখ।
সবাই আলু সংরক্ষণ বিপণন ও কৃষকের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করা হয়। সরকারিভাবে আলু সংরক্ষণ করারও আলোচনা হয় এবং বিদেশে আলু রপ্তানি করার ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। আলু চাষে খরচ কমানোর বিষয়ে কৃষি কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয় আলোচনা করেন। মুন্সিগঞ্জ জেলায় এবার আলুর বাম্পার ফলন হওয়ায় মুন্সীগঞ্জের ৬২ টি কোল্ড স্টোরেজ ধারন ক্ষমতার বাইরে হওয়ায় সব আলু সংরক্ষণের সম্ভব হচ্ছে না। তাই মুন্সিগঞ্জে সরকারি ভাবে কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য আলোচনা হয়। উন্নত মানের আলু চাষ, উন্নত মানের বীজ সরবরাহ সার কীটনাশক বেশি ব্যবহার না করে পরিমাণ মতো ব্যবহার করলে আলু উৎপাদনের ব্যয়ের খরচ কমবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।