টঙ্গীবাড়ী কাজী মার্কেটে অভিযান
মোহাম্মদ সেলিম:::////
টঙ্গীবাড়ী কাজী মার্কেটে অভিযান পরিচালনা করেছে মুন্সীগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত কাজী মাকের্টেও কসমেটিকস ও কাপড়ের দোকানে এ অভিযান এখানে পরিচালিত হয়। অভিযানের সময় সেখানে পণ্যের মূল্য এবং পণ্য ক্রয়ের রশিদ যাচাই করা হয়। তখন মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কসমেটিকস বিক্রি না করতে দোকানদারকে নির্দেশনা প্রদান করা হয়। এ অভিযানের সময় ওফা কসমেটিকের দোকানে এম আর পি বিহীন কসমেটিকস দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। তাই দোকানটিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। আর সাগর কসমেটিকসে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির জন্য দোকানে প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। এ কারণে দোকানটিকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এরপর ওয়ান কালেকশন কসমেটিকসে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ কসমেটিকস দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। তাই দোকানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ অফিসের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আনোয়ারুল ইসলাম।