বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
কেএম সাইফুল্লাহ ভূইয়া, বিশেষ প্রতিবেদক :::////
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ নোমান মাহমুদ, মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোমেন মিয়া, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল আমিন, হাফেজ মোহাম্মদ মুরতাজা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ গোলজার হোসেন, জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা কেএম সাইফুল্লাহ ভূইয়া, জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মুন্সিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ তানজির আহম্মেদের সঞ্চালনায় এ সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ মুরতাজা এবং দোয়া মাহফিল পরিচালনা করেন মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিমউদদীন।