মুন্সিগঞ্জে ডিবির পৃথক অভিযানে ফেনসিডিল, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
জনজীবন ডেস্ক :::////
মুন্সিগঞ্জের পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে ফেনসিডিল, হেরোইন ও ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে একজন নারী।
রোববার রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার টংগিবাড়ী উপজেলার হাসকিরা এলাকার মো: আব্দুল কাদিরের বসতবাড়ির সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. তারা মিয়া (৪৫) ও মো. কাদির শেখকে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক করে ডিবি।
অন্যদিকে, ডিবির অপর একটি টিম সদর উপজেলার নৈদিঘীর পাথর এলাকার মোখলেছুর রহমানের বসত বাড়ীর পূর্ব পাশের পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিপুলী আক্তারকে (৪০) ৮০ পুরিয়া হেরোইন ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এসময় তার কাছে মাদক বিক্রির নগদ দেড় হাজার টাকা পাওয়া যায়।
মাদক উদ্ধার ও আটকের ঘটনায় পৃথক টংগিবাড়ী ও সদর থানায় পৃথক মামলা দায়ের হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।