মুন্সীগঞ্জে ধর্ষকের পক্ষে আদালতে আইনজীবি না দাড়ানো সহ ৭দফা দাবিতে ধর্ষণ বিরোধী মানববন্ধন
মোঃ সাইফুল ইসলাম :::///
ধর্ষকের পক্ষে আদালতে শুনানিতে আইনজীবি না দাড়ানো সহ ৭দফা দাবিতে ধর্ষণ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। সোমবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ আদালত প্লাঙ্গনে সর্বস্তরের জনগনের ব্যানারের এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে অংশনেয় শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনীপেশার কয়েকশতাধিক জনতা।
মানববন্ধকারীরা জানান, দেশে নারী নিপীড়নের ঘটনায় সবাইকে সোচ্চার হতে হবে। ৭দফা তুলে ধরে তারা বলেন, অনেক আসামী আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়, এজন্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া অভিযুক্তদের পক্ষে যেনো কোন আইনজীবি না দাড়ায়। এছাড়াও সালিসের নামে ঘটনা ধামাচাপা না সহ ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত সহ সবাইকে সজাগ ভূমিকার রাখতে হবে। আর এসব ঘটনায় বিচার সংশ্লিষ্টদের যথাযথ ভুমিকা রাখার দাবি তোলে তারা।
পরে জেলা প্রশাসন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট স্মারকলিপি প্রদান করেন ছাত্ররা।