রিয়াজ মাহমুদ ঃঃ //
আগামীকাল (১০মার্চ) সকাল ১১.০০টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে। ধর্ষণ এর বিরুদ্ধে ৭দফা দাবি পেশ করবে ছাত্র জনতা।
উত্থাপিত ৭ টি দাবি হচ্ছে —
১.দ্রুত ট্রাইবুনাল গঠন করে ধর্ষণের বিচার করতে হবে এবং এই ট্রাইবুনালের মেয়াদ হবে সর্বোচ্চ তিন মাস।
২. ধর্ষনের মামলায় অভিযুক্ত আসামি যদি প্রাথমিক স্বীকারোক্তিতে তার দোষ স্বীকার করে নেয় তাহলে সেই স্বীকারোক্তির ভিত্তিতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ১ মাসের মধ্যে।
৩.ভিকটিমের মেডিকেল চেক আপ থেকে শুরু করে সকল জিজ্ঞাসাবাদ সহ সব মহিলা ডাক্তার এবং মহিলা ম্যাজিস্ট্রেট ধারা করাতে হবে।
৪.ধর্ষকের ফ্যামিলি কে সমাজ থেকে বহিষ্কার করতে হবে।
৫.ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কেউ কাউকে ফাঁসাতে চাইলে এবং তা প্রমাণিত হলে তাকে আইনি ভাবে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।।
৬. সরকারিভাবে গণমাধ্যমের চ্যানেল গুলো তে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ধর্ষণের ক্ষতিকর প্রভাব এবং ধর্ষণের শাস্তি সম্পর্কে সর্বোচ্চ প্রচার করতে হবে।।
৭.জেলাতে পুলিশের টহল, আনসার, গ্রাম পুলিশকে এক্টিভ করতে হবে এবং সেইসাথে জেলাকে সিসিটিভির আওতায় আনতে হবে।।