রিয়াজ মাহমুদ ঃঃ//
মুন্সীগঞ্জে খাবার এবং বেলুন কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে শরবত বিক্রেতা আলী চোকদার (৬৫) নামের অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা দায়ের হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টায় দিকে সদর উপজেলায় পশ্চিম মুক্তারপুর এলাকায় স্থানীয়রা ওই বৃদ্ধকে আটক করে ৯৯৯ এ কল দিলে পুলিশ সেখানে গিয়ে আটক করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
সেকান্দর মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সেরাজবাদ গ্রামের ইসমাইল চোকদারের ছেলে।তিনি মুক্তারপুর এলাকায় সরবত বিক্রি করে।
ওসি আরও জানান, ভুক্তভোগী দুই শিশু (৮) ও (১০) তারা তাদের পরিবারের সাথে মুক্তারপুর এলাকায় ভারা বাড়ীতে থাকতেন। গত ২ মার্চ দুপুর ৩ টার দিকে খাবার ও বেলুন কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ভাড়াটিয়া ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয় টি ভুক্তভোগীদের বরাতে এলাকায় জানাজানি হলে গতকাল ৭ মার্চ স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশ পুলিশে দেয়।
আটককৃত বিরুদ্ধে ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে সদর থানায় ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেছে।