শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
আস-সুফ্ফাহ ইসলামী কিন্ডারগার্টেনে নিম্নলিখিত পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে।
১/ পদের নাম- সহকারী শিক্ষক (জেনারেল),
পদ সংখ্যা- ০৪ জন
শিক্ষাগত যোগ্যতা- নুুন্যতম এইচ এসসি/সমমান
বেতন ভাতা- আলোচনা সাপেক্ষে
২/ সহকারী শিক্ষক (আরবী)
পদ সংখ্যা- ০৩জন
শিক্ষাগত যোগ্যতা- নুন্যতম কিতাব বিভাগে অধ্যয়নরত ও নুরানী প্রশিক্ষণ প্রাপ্ত (হাফেজদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে)
বেতন ভাতা- আলোচনা সাপেক্ষে
(অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।
আগ্রহী পুরুষ প্রার্থীগন আগামী ১৩/০৩/২০২৫খ্রীঃ তারিখের মধ্যে নিম্নলিখিত কাগজপত্রসহ প্রতিষ্ঠানের অফিস কক্ষে সকাল ৮:৩০-১২:০০ টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো এবং ১৫/০৩/২০২৫খ্রীঃ সকাল ১০:৩০ টায় নিম্নলিখিত ঠিকানায় সরাসরি উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
আবেদনের সঙ্গে যা যা লাগবে—
১। স্বহস্তে লিখিত আবেদন পত্র
২। পুর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত
৩। শিক্ষাগত যোগ্যতার ফটোকপি (সত্যায়িত)
৪। এনআইডি কার্ডের ফটোকপি
যোগাযোগের ঠিকানা:
আস-সুফ্ফাহ ইসলামী কিন্ডারগার্টেন, মাঠপাড়া (স্টেডিয়ামের পশ্চিমপাশে), মুন্সীগঞ্জ।
মোবাইল নং ০১৯৪৩৬৩২৮১০, ০১৯২৯৭২৪৭০৫